সোনারগাঁওয়ে এএনজেড টেক্সটাইল মিলসে হামলা ও লুটের অভিযোগ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁওয়ের এএনজেড টেক্সটাইল মিলসে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ১৫ জানুয়ারি বুধবার সকালে সোনারগাঁওয়ের জামপুর কদমতলী ঈদগাহ সংলগ্ন ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মোঃ আনোয়ার হোসেন উল্লেখ করেন, বুধবার সকালে মোঃ আশরাফ ভুইয়া, মোতালেব মেম্বার, মুছা মিয়া, দিপু মিয়া, নাঈম, আরিফ, মোক্তার, আজিজ, ইসলাম, আঃ আজিজ মিয়া, মোঃ দৌলত, খোকা মিয়া, ওয়াসিম, নুরউদ্দিন, সফিকুল, ইব্রাহিম, মহসিন, ঈসমাইল, মোঃ রহিমসহ অজ্ঞাত একশ` থেকে দেড়শ` জন সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় এএনজেড টেক্সটাইল মিলসের কনস্ট্রাকশন সাইটে গিয়ে শ্রমিকদের মারধর করে এবং চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর, জিম্মি করে এবং হুমকি-ধামকি দেয়। তারা পালানোর সময় গুলি করে ৩০ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীম গাড়িতে করে লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। SHARES অপরাধ বিষয়: