মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতীতে সিএনজিভর্তি ভারতীয় মদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নির্দেশে থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার ডেফলাই গ্রাম থেকে ভারতীয় মদ ও একটি সিএনজি চালিত অটো রিক্সা আটক করে।
পুলিশ জানায়, সিএনজি চালিত অটো রিক্সায় মদগুলো পাচারের সময় আটক করা হয়। খোঁজ পেয়ে চালক পালিয়ে গেলেও হলদীগ্রাম (জিরোপয়েন্ট) এর মৃত জসিম উদ্দিনের ছেলে আবু (৩৫), ডাকাবর গ্রামের কাঁলাচান এর ছেলে জুয়েল(৩০), বাঐবাধা গ্রামের মৃত ছাত্তার এর ছেলে বিল্লাল (৪০) কে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। থানা অফিসার ইনচার্জ মো. আল আমিন দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি কে জানান।
ঝিনাইগাতী পুলিশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার রোধে নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত মদ ও সিএনজি থানায় রাখা হয়েছে, এবং আসামিদের আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত