ঢাকা মিরপুর প্রতিনিধি : মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে গেলে বস্তির উত্তেজিত জনতা রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মিরপুর-১২ নম্বর রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে এবং যানবাহন চলাচল একেবারে থমকে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ তাদের কাজ শুরু করার পর বস্তির মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। এতে মিরপুরের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি স্যারের নির্দেশে ট্রাফিক টিম বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তারা রাস্তা পুনরায় খোলার জন্য কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।
যাত্রীদের জন্য অনুরোধ করা যাচ্ছে, মিরপুর-১২ এলাকায় যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রুট ব্যবহার করার জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত