বেনাপোল (যশোর) প্রতিনিধি:
২০২৪ সালে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৭৮০ মেট্রিক টন। আগের বছরের (২০২৩) তুলনায় এই পরিমাণ কমেছে ৭৫ হাজার ৭৪৬ মেট্রিক টন। ২০২৩ সালে আমদানির পরিমাণ ছিল ২১ লাখ ১৪ হাজার ৫০৯ মেট্রিক টন।
পণ্য আমদানির পরিমাণ কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে ব্যবসায়ীরা বৈশ্বিক মন্দা ও বাণিজ্যে নানা প্রতিবন্ধকতাকে দায়ী করছেন। ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক বাজারের ওঠানামা, রপ্তানি বাজারের ধীরগতি এবং বাণিজ্যে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ব্যবসায়িক পরিবেশকে প্রভাবিত করেছে। এর ফলে ভারত থেকে আমদানির পরিমাণ কমে গেছে।
বেনাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরে পণ্য আমদানির পরিমাণ কমলেও, বন্দরের কার্যক্রম সচল রয়েছে এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, চলতি বছর পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।
বেনাপোল বন্দর বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক প্রবাহের কেন্দ্র, যা ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য, যেমন খাদ্যদ্রব্য, আসবাবপত্র, রং, প্লাস্টিক, কাঁচামাল, এবং অন্যান্য পণ্য আমদানি করে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত