মেলাকে কেন্দ্র করে একই দলের দুই গ্রুপের মারামারি, নিহত ১ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ এস এম জাকারিয়া, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে মাসব্যাপী চলমান মেলাকে কেন্দ্র করে একই দলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। ঘটনাটি ঘটেছে ১৩ জানুয়ারি, ২০২৫ সোমবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকার দিকে মীরসরাই কলেজ রোডে। নিহত যুবক জাহেদ হোসেন মুন্না (২০) মীরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম আব্দুল মান্নান, এবং তিনি পেশায় নির্মাণ সামগ্রী সাপ্লাই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার বিবরণ: মীরসরাই স্টেডিয়ামে চলমান বাণিজ্য মেলায় ১৩ জানুয়ারি সন্ধ্যায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পক্ষ ছিল পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারী, আর অন্য পক্ষ ছিল পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারী। কথা কাটাকাটির পর জাহিদের অনুসারীরা কামরুলের অনুসারী এক কর্মীকে আহত করে। এরপর রাত ১০:০০ টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদের বাড়িঘরে এবং তার অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায়। শেষ পর্যন্ত : এই হামলার পর মীরসরাই কলেজ রোডে ওভার ব্রিজের নিচে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। শেষ পর্যন্ত, এই সংঘর্ষে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত আহত ব্যক্তিরা: মুন্নার সঙ্গে আহত হন আরো একজন যুবদল কর্মী শাকিল, যাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য: মীরসরাই পৌরসভা যুবদলের কর্মী রিয়াদ হোসাইন জানান, মেলায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যার পরিণতি ছিল মারাত্মক সংঘর্ষ। এতে মুন্না নিহত হন এবং দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের পদক্ষেপ: মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ বিষয়ে জানান, “মুন্না নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।” উপসংহার: মীরসরাইয়ে এই ঘটনায় এক যুবদল কর্মীর মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। SHARES অপরাধ বিষয়: