ইকবাল হোসেন কামরাঙ্গীরচর : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২টি মামলার আসামি মোঃ জসিম ওরফে গরু জসিম ওরফে বোমারু জসিম (৪০) কে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) রাত ৩:২০ ঘটিকায় কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি স্টিলের সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকার বায়তুল আমান জামে মসজিদের সামনে ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এরপর পুলিশ দলটি উক্ত স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত জসিমসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানানো হয়, জসিম একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য এবং কামরাঙ্গীরচর থানা এলাকায় এবং ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও মাদকের অপরাধে যুক্ত ছিল। তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর, চকবাজার ও খিলগাঁও থানায় ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত