স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে শেরপুরে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ১৩ জানুয়ারি সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মাধ্যমে শেরপুর সদর উপজেলার ১০৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, যিনি এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ল্যাপটপ বিতরণ করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।
হার পাওয়ার প্রকল্পের উদ্দেশ্য এবং কার্যক্রম:
হার পাওয়ার প্রকল্পের আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়সী এসএসসি পাশ নারীদের ওয়েব ডেভেলপমেন্ট, আইটি সার্ভিস, কল সেন্টার এজেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওমেন ই-কমার্স প্রফেশনাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে নারীদের জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে নতুন দক্ষতা অর্জন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে।
জেলা আইসিটি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম (প্রোগ্রামার) জানান, হার পাওয়ার প্রকল্পটি দেশের ৪৪টি জেলার সদর উপজেলা সহ মোট ১৩০টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির আওতায় ২৫ হাজার ১২৫ জন নারীকে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। শেরপুরে ২১০ জন, নালিতাবাড়ী উপজেলায় ১৮৫ জন এবং শ্রীবরদী উপজেলায় ১২৫ জনসহ মোট ৫৮০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ প্রকল্পের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত