আব্দুল্লাহ সরদার, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে শীতের তীব্রতায় গরিব-দুঃখী শীতার্ত মানুষের মাঝে শীতবস্র (কম্বল) বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনুর জাহান। শীত মৌসুমে সহায়তা হিসেবে এই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার বিকালে উপজেলার পাগলা শ্যাম নগর গ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস জানায়, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত ১ হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। ফকিরহাটের ৮টি ইউনিয়নে ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বডিং, হাফিজিয়া মাদ্রাসাসহ ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার।
এ ধারাবাহিকতায় পাগলা শ্যামনগর গ্রামের হাউজ বিল্ডিং এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্র বিতরণকালে উপস্থিত ছিলেন পিআই অফিসার ইমরুল কায়েস, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খান শহীদুল ইসলাম, সাংবাদিক এসএ কালাম, জালিস মাহমুদ, অফিস সহকারী আনিস মোল্লা, কার্য সহকারী হুমায়ুন কবির, হাফিজুর সরদার প্রমুখ।
ইউএনও কোহিনুর জাহান বলেন, “পিআইও অফিসের ১ হাজার ৬০০টি কম্বল ছাড়াও আমার নিজের খাতের বরাদ্দকৃত ১০০টি কম্বল দরিদ্রদের মাঝে প্রদান করেছি। সরকারের বরাদ্দকৃত সকল সহায়তা মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।”
এ কার্যক্রমের মাধ্যমে শীতের তীব্রতায় অস্বস্তিতে থাকা অসহায় মানুষদের কিছুটা স্বস্তি প্রদান করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত