কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রশাসন চত্বরে আয়োজন করা হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। এই অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তির প্রদর্শন করেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রচেষ্টা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার জনাব নিখিল চন্দ্র বর্মন।
প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তাদের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “এ ধরনের মেলা তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা রাখে।”
প্রকল্পগুলোর মধ্যে ছিল বিভিন্ন:
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি এবং উদ্ভাবনের কার্যকারিতা দর্শনার্থীদের সঙ্গে শেয়ার করেন। বিভিন্ন স্টলে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল বিভিন্ন ধরনের প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব প্রকল্প।
এক দর্শনার্থী মেলায় অংশগ্রহণ করে বলেন, “এ ধরনের মেলা নতুন প্রজন্মকে উদ্ভাবনী হতে উদ্বুদ্ধ করে এবং তাদের ক্ষুদ্র প্রচেষ্টাগুলো একদিন বড় স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে।”
এছাড়া, সরকারের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এ মেলার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করার আশা প্রকাশ করেছে।
মেলায় আগত দর্শকরা আশা প্রকাশ করেছেন যে, সরকারের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি খাত আরও উন্নতির দিকে এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত