মোঃ ইমরান, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা সদর ইউনিয়ন কমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার সময় বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামের নিজস্ব কার্যালয়ে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ আবু ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বাইতুল সেক্রেটারি আব্দুল কাদের গাজী, সদর ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারি আব্দুস সামাদ, সহ-সাধারণ সম্পাদক কাজী মহিবুল্লাহ, এবং অন্যান্য ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা শেখ আবু ইউসুফ তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানব কল্যাণে কাজ করে আসছে। আজকের এই কম্বল বিতরণ তারই একটি অংশ। আমরা সবসময় সমাজের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও মানব কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।"
তিনি আরও বলেন, "শীতের প্রকোপে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী তাদের একটু শীতের অস্বস্তি কমানোর চেষ্টা করছে। আগামী দিনগুলোতে আরও মানবিক উদ্যোগ নিতে আমরা প্রস্তুত।"
কম্বল বিতরণ কর্মসূচিতে স্থানীয় গরীব ও শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়, যা তাদের শীতকালে কিছুটা হলেও সান্ত্বনা প্রদান করবে। এই উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে এবং তারা জামায়াতে ইসলামীকে এমন মানবিক কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত