চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অবিলম্বে অপসারণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ রোববার মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং সাধারণ জনগণের প্রতি অবিচারের অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, রিগ্যান চাকমার প্রশাসনিক আচরণ সন্দ্বীপের মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বক্তারা জানান, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তার দ্রুত অপসারণ অত্যন্ত জরুরি।
মানববন্ধনে বক্তব্য দেন মিলাদ হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, লালচাঁদ, দিদার এবং শামসুল আজম মুন্নাসহ বেশ কয়েকজন বক্তা। তারা বলেন, "সন্দ্বীপের জনগণ দীর্ঘদিন ধরে প্রশাসনিক দুর্নীতির শিকার হচ্ছে। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যদি ইউএনও রিগ্যান চাকমাকে দ্রুত অপসারণ না করা হয়, তাহলে আমরা আরও বৃহৎ কর্মসূচি হাতে নেব।"
এসময় আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে কর্মসূচিকে প্রাণবন্ত করেন এবং প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।
মানববন্ধন শেষে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন, যেখানে তারা ইউএনও রিগ্যান চাকমার অপসারণের জোর দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে বিভাগীয় কমিশনার মহোদয় দ্রুততম সময়ে তদন্ত শেষ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রসঙ্গত, সন্দ্বীপের বিভিন্ন মহলে ইউএনও রিগ্যান চাকমার ভূমিকা নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত