দিগরাজ বাজারে চলন্ত ট্রেনের চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

আব্দুল্লাহ সরদার ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় ট্রেনে কাটা পড়ে মারা গেছে ৭ বছর বয়সী মরিয়ম নামের এক শিশু। রবিবার (১২ জানুয়ারি) মোংলা-খুলনা রেললাইনের দিগরাজ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেছেন, লাইনম্যান সময়মতো রেলগেট না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত শিশুর মা ফাতেমা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি দুই সন্তানকে নিয়ে মোংলা থেকে একটি যাত্রীবাহী বাসে বাগেরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে দিগরাজ বাজারের সংলগ্ন লেভেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার ট্রেনটি দ্রুত গতিতে লেভেলক্রসিং পার হচ্ছিল। সেই সময় যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে ফাতেমা বেগমের কোল থেকে মরিয়ম ছিটকে পড়ে ট্রেনের নিচে।

 

শিশুটি ট্রেনে কাটা পড়ে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের ডা. মো. শামীম হাসান।

 

দ্বিতীয়ত, স্থানীয়রা দিগরাজ লেভেলক্রসিংয়ের গেটম্যান মো. শাহীনকে দায়িত্বে অবহেলার জন্য অভিযুক্ত করে ঘটনাস্থলে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা মোংলা-খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলে সড়ক ও ট্রেন চলাচল শুরু হয়।

 

এ ঘটনায় গেটম্যান শাহীন পলাতক রয়েছেন এবং তার বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে। মোংলা রেল স্টেশনের টিকিট মাস্টার মো. শরিফুর রহমান জানিয়েছেন, গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে তাকে চাকরিচ্যুত করা হবে এবং নিহত শিশুর পরিবারকে সহায়তা প্রদান করা হবে।