পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় মৌমাছির কামড়ে শিশুসহ অন্তত ২০-২৫ জন ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মাহবুব আলম (২৬) নামের এক যুবককে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আহতদের মধ্যে রয়েছে নিতপুর পূর্ব দিয়াড়াপাড়ার ইয়াছিন (৩), মুন্সিপাড়ার তামাশ (২৫), হাসান (৪০), নিতাই (৫৬), সাইরুল (২৫), মোসলেম (২৫), মোবারক (২০), লতিফন (৪০), মোরশেদ আলী (২৫) সহ আরও বেশ কয়েকজন।
জানা গেছে, কিছুদিন আগে নিতপুর মডেল মসজিদ-পূর্ব দিয়াড়াপাড়ার রাস্তার পাশে অফিসার্স কোয়ার্টারের মাধবী নামে একটি বাসার কার্নিসে মৌমাছির চাক স্থাপন করা হয়। ঘটনার দিন, একটি চিল পাখি হামলা করলে বিক্ষিপ্তভাবে মৌমাছি রাস্তা পারাপার হওয়া লোকজনকে কামড় দিতে শুরু করে। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলেও অনেকেই কামড় থেকে রক্ষা পায়নি।
গুরুতর আহত মাহবুব আলমকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত