দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৪% আসে Ready-Made Garment (RMG) খাত থেকে এবং পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। গার্মেন্টস এক্সেসরিজ খাতের গুরুত্ব: গার্মেন্টস খাতের এ অভূতপূর্ব সাফল্যের পিছনে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের বিরাট অবদান রয়েছে। উপদেষ্টা সাখাওয়াত বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং দেশের রপ্তানি আয়ের আরও উন্নতি করতে, গার্মেন্টস এক্সেসরিজ শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করতে হবে। বিজিএপিএমইএর গ্যাপেক্সপো মেলা: তিনি গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)-এর আয়োজিত গ্যাপেক্সপো মেলার সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। গার্মেন্টস এক্সেসরিজ শিল্পের বর্তমান পরিস্থিতি: ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে ২ হাজার ১ শত গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান বিজিএপিএমইএ-এর সদস্য। এই শিল্পের মোট বিনিয়োগ ৪০ হাজার কোটি টাকার ওপরে এবং এতে কর্মরত জনবল ৭ লক্ষাধিক। এছাড়া, ভ্যালু এডিশন ৩০-৪০%। রপ্তানি এবং বৈশ্বিক প্রসার: তিনি আরও বলেন, গত অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি ৬ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল, এর মধ্যে ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি রপ্তানি হয়েছে। বর্তমানে ১৮টি দেশে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং-এর ২১ ধরনের পণ্য সরাসরি রপ্তানি হচ্ছে, যা এ সেক্টরের একটি বিরাট অর্জন। দেশের অর্থনীতির সংকট এবং গার্মেন্টস সেক্টরের সুরক্ষা: ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে স্বৈরাচার মুক্ত করতে ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন এবং বিগত সরকারের অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, গার্মেন্টস সেক্টর নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে এবং এই সেক্টরকে বাঁচাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপসংহার: তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ শিল্পের উন্নতি ও বিশ্বমানে পৌঁছানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। SHARES করোনা আপডেট বিষয়: