এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথে দীর্ঘদিন ধরে চলা যাত্রী হয়রানি, নৌ-পরিবহনে বাধা প্রদান এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা গত ১১ জানুয়ারি, ২০২৫ শনিবার একটি কর্মসূচি পালন করেছে।
উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদারের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাঁরা বাঁশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন শেষে কুমিরা নৌ-ঘাটে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন :
জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, অ্যাডভোকেট আশরাফুর রহমান, শামসুল হুদা, ইলিয়াস হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নজরুল মাহমুদ প্রমুখ।
সন্দ্বীপবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম নৌ-পথে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার পথ বন্ধ করতে হবে। বেসামরিক নৌ পরিচালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নৌ-পরিবহন সেবা যাতে নির্বিঘ্নে প্রদান করা যায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।" তিনি আরও বলেন, "এপার-ওপার যাত্রা নির্বিঘ্ন করার জন্য ফেরি ঘাটে কোস্টগার্ড, নৌপুলিশ এবং আনসার ক্যাম্প স্থাপন করতে বিআইডব্লিউটিএ’র প্রতি অনুরোধ জানাচ্ছি।"
সন্দ্বীপবাসীর ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, "নৌ-বন্দর ও উপকূলীয় নৌ-বন্দর এলাকা থেকে জেলা পরিষদকে বিতাড়িত করা হয়েছে। এখন সন্দ্বীপের চার লাখ বাসিন্দার যাতায়াতের পথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একচেটিয়াভাবে ব্যবসা করার সুযোগ নেই।" তারা সরকারের কাছে দাবি জানান, একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন নৌ-ঘাটে কার্যক্রম পরিচালনা করতে পারে এবং যাত্রীসেবার মান বৃদ্ধি করতে উদ্যোগ নেয়।
এ সময় বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি কেউ সন্দ্বীপবাসীর যাতায়াত এবং উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদের সামাজিকভাবে কঠোর হস্তে দমন করা হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত