রবিবার (১২ জানুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজধানীর ফার্মগেটে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে বিআরটিএ’র সচিব বিভিন্ন সড়ক নিরাপত্তা উদ্যোগের প্রতি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস মালিক শ্রমিক ফেডারেশনসহ অন্যান্য সংগঠনগুলোর নেতারা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমানোর জন্য মালিক-শ্রমিক, চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের অংশ হিসেবে, বিআরটিএ’র কর্মকর্তারা বিভিন্ন সড়কে পথচারীদের ফুটপাত ব্যবহার, ফুটওভার ব্রিজ ব্যবহারের গুরুত্ব, সড়ক নিরাপত্তা আইন মেনে চলা এবং চালক-হেলপারদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেন। এছাড়া, বাসের চালক, হেলপার ও যাত্রীদের মাঝেও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সচিব আরও বলেন, "সড়ক নিরাপত্তার জন্য সামাজিক সচেতনতা তৈরি করা এবং সঠিক নিয়ম মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তদারকি প্রয়োজন।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত