নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি এলাকায় রবিবার (১২ জানুয়ারি) সকালে একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আলিফ-মিম নামে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটি নগরকান্দা উপজেলার বাশাগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।
নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খাঁ (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাহ্মণকান্দী এলাকার আলেফ খানের ছেলে এবং দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিলেন। অপর নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মো. সফর আলী জানান, সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে মৃতদেহের সুরতাহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত