ঝিনাইগাতীতে ডপস স্বেচ্ছাসেবী সংগঠন ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ মিজানুর রহমান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকায় মাঘ মাসের শীতের তীব্রতা একেবারে জেঁকে বসেছে। ভারত সীমান্তের কাছে এই অঞ্চলে শীতের কারণে তীব্র কুয়াশা ও ঠান্ডা বাতাস চলছে, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে উঠেছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য। এই শীতকালীন কষ্ট লাঘব করতে এবং অসহায় শীতার্ত মানুষদের সাহায্য করতে ডপস (ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং সোসাইটি) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। ১২ জানুয়ারি, রবিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচি চলে। ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে শীতের তীব্রতা বেশি অনুভূত হওয়া স্থানগুলোতে ডপসের সদস্যরা গিয়ে অসহায় মানুষের কাছে কম্বল বিতরণ করেন। ডপস প্রতিষ্ঠাতা শাহিন মিয়া বলেন: “আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে চেষ্টা করছি। প্রত্যেকের একটু সহানুভূতি ও সহযোগিতায় আমরা এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারছি। আমরা বিশ্বাস করি, একে অপরের সাহায্যেই সমাজে পরিবর্তন আনা সম্ভব।” এই উদ্যোগে স্থানীয় জনগণ এবং শীতার্ত মানুষদের মাঝে বিশেষ প্রশংসা পাওয়া গেছে। অনেকেই জানিয়েছেন, এই ধরনের উদ্যোগের ফলে শীতের তীব্রতায় কিছুটা হলেও প্রশমিত হওয়া সম্ভব হবে। ডপসের এই কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা ও মানবিকতার প্রদর্শন সবার কাছে প্রশংসিত হয়েছে। SHARES ছবিঘর বিষয়: